Estd. 1970, EIIN: 127938
ই-মেইল: [email protected]
সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজের ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম আগামী ১৯, ২০ এবং ২১ জুন চলবে। শিক্ষার্থীদের SSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপির উপরে বিভাগ, ক্লাস রোল এবং মোবাইল নম্বর লিখে কলেজ অফিসের One stop services ডেস্ক থেকে প্রয়োজনীয় টাকার রশিদ সংগ্রহ করতে হবে। রশিদ সংগ্রহের পর স্ট্যান্ডার্ভ ব্যংক পীরগঞ্জ শাখায় টাকা জমা করে জমার রশিদ সহ কলেজে এসে ফরম পূরণের প্রিন্ট আউটে স্বাক্ষর করে ফরম পূরণের কাজ শেষ করতে হবে।
বিঃদ্রঃ কোন অবস্থাতেই ব্যংক ছাড়া কলেজ/বহিরাগত কাহারও হাতে টাকা প্রদান করা যাবে না।
অধ্যক্ষ
সরকারি শাহ আব্দুর রউফ কলেজ,
পীরগঞ্জ, রংপুর।